বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বাজার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।এসময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৮০৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠান থেকে এসব পরিবেশরে ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা যৌথভাবে এবং পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহায়তা করেন। এছাড়াও প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে দিগুবাবুর বাজারের কিশোরগঞ্জ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৩৫০ কেজি পলিথিন জব্দ, জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাসহ ১০০ কেজি জব্দ, সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১৩০ কেজি জব্দ, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৮৭ কেজি জব্দ এবং মেসার্স এল বি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানাসহ ১৩৭ কেজি জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে, তবে এর সাথে গোপনে উৎপাদনকারী, সহায়তাকারীদের তদন্তের ভিত্তিতে জড়িতদের খূঁজে বের করে আইনের আওতায় আনা হবে, কারন এধরনের নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান পরিচালনা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.