প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৫:৩৬ এ.এম
নরসিংদীতে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিক

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি ও বহুলোক আহত হয়। এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে গুরুত্বর আহত করে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছেন বলে জানা যায়।
আহত আইয়ুব খান সরকার (৪৮) স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার (নরসিংদী) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার নরসিংদী সদর হাসপাতালে গিয়ে সংবাদ সংগ্রহকালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এই হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.