বিশেষ প্রতিনিধি।।
গ্রামীন জনগোষ্ঠীর সমস্যা সমাধানকল্পে গ্রাম্য আদালত ন্যায় বিচার সুনিশ্চিত করবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আন্তরিকভাবে আইনের প্রতি সম্মান রেখে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিস বলেন, গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম্য আদালত সাধারণ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সকলের সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভবপর নয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, গ্রামীণ জনগণ যাতে করে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম্য আদালতকে আরও কার্যকর করতে হবে।
ইউনিয়ন পরিষদ(ইউপি) পর্যায়ে সচেতনতা বৃদ্ধিসহ প্রশিক্ষণ ও আইনি সহায়তার উপর গুরুত্বারোপ করতে হবে।
সভায় অন্যান্যে মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান এবং ইউএডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারাগন
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.