প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৫:৪৭ পি.এম
গাইবান্ধায় জামায়াতের মহাসমাবেশ: সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনে লড়াই ঘোষণা

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক জোরালো সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের লক্ষ্যে লড়াই ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহস ও দৃঢ়তার সাথে কাজ করার জন্য সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার গোবিন্দগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি এই ঘোষণা দেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নৈতিক শক্তি ও সাহসের সাথে সংহতি গড়ে তোলার মাধ্যমে সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে।
মাওলানা হালিম তার বক্তব্যে দাবি করেন যে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জামায়াত কে দমিয়ে রাখার চেষ্টা করলেও তারা তা করতে পারেনি। তিনি বলেন, জনগণ এখন আর কথায় কথায় রাজাকারের তকমা গ্রহণ করে না এবং তারা এখন একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দল ও নেতা নির্বাচনের জন্য প্রস্তুত।
তিনি আরও যোগ করেন যে জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রক্ষমতায় না এলেও দলের নেতাকর্মীরা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে কখনো দুর্নীতির সাথে জড়িত হননি। ভবিষ্যতেও এই সৎ চর্চা অব্যাহত থাকবে বলে তিনি দাবি করেন।
সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সংস্কারসহ একটি সমতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান। তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় এই সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এবং জনসংযোগ জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নেতারা বলেন, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্য তাদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়েছে। তারা দলীয় প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জনগণের মধ্যে ব্যাপক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.