ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) জনাব মো. জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম-কে বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সংগঠনের জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলি এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক মো. আজিজ উল্লাহ, প্রচার সম্পাদক রতন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত, মহেশখালী উপজেলা সভাপতি হারুনুর রশীদ, টেকনাফ উপজেলা সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মো. শফিক, সাংস্কৃতিক সম্পাদক সব্বির আহমদ, সদস্য সালাউদ্দিন, উখিয়া উপজেলা সভাপতি কামরুন নেছা তানিয়া এবং রামু উপজেলা সভাপতি কায়সার কায়েদ আলমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিদায়ী কর্মকর্তার বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন,
“কক্সবাজারে দায়িত্ব পালনকালে আমি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অগ্রণী। এই জেলায় কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার পেশাগত জীবনের বড় সম্পদ হয়ে থাকবে। আমি আশা করি ভবিষ্যতেও এ জেলার সাংবাদিক সমাজ সমাজের কল্যাণে কাজ করে যাবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।