৭০ বছর পর দখলমুক্ত জমিতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন।..!
বিশেষ প্রতিনিধি।
আড়াইহাজারের বিশনন্দীতে দীর্ঘ ৭০ বছর ধরে প্রভাবশালীরা দখল করে রাখা সরকারি জমিতে অবশেষে আলোর মূখ দেখলো জনসাধারণ।
বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রস্তাবিত ইকো পার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসকের এই উদ্যোগটি প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুশীল সমাজের লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, আড়াইহাজার উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টায় অবৈধভাবে ৭০ বছর যাবৎ দখল করে রাখা ২৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। সেই দখলমুক্ত জমিতেই এখন এই পরিবেশবান্ধব ইকো পার্কটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ইকো পার্ক নির্মাণ শেষ হলে এটি কেবল স্থানীয়দের জন্যই নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষ তথা ভ্রমনপিপাষুদের জন্যেও একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থানে পরিণত হবে।
এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়সহ পূজার উপহার হিসেবে চেক ও চাল বিতরণ করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.