অনলাইন নিউজ ডেস্ক।।
দেশে শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর কাগজের শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা সোমবার(২৮ নভেম্বর) আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশে অ্যাডভোকেট নিশাত ফারজানা উল্লেখ করেন যে, তিনি আড়ং-এর একজন নিয়মিত গ্রাহক এবং দীর্ঘকাল ধরে কেনাকাটার সময় বিনামূল্যে তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেয়ে আসছেন। তবে সম্প্রতি মগবাজার আউটলেটে কেনাকাটার পর বিল পরিশোধের সময় তিনি জানতে পারেন যে, এখন থেকে পণ্যের সঙ্গে কোনো ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে না। এর পরিবর্তে গ্রাহকদেরকে কাগজের ব্যাগের জন্য অর্থ পরিশোধ করতে হবে। আড়ং কর্তৃপক্ষ সেপ্টেম্বর ২০২৫ সাল থেকে এই নিয়ম চালু করেছে বলে জানা গেছে।
নোটিশে আরও বলা হয়েছে, বিল পেমেন্ট বুথে একটি লিফলেট দিয়ে গ্রাহকদের জানানো হচ্ছে যে "আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ" এবং ব্যাগের বিক্রয়লব্ধ অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে। অ্যাডভোকেট ফারজানা এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রশ্ন তুলেছেন যে, আড়ং কেন তাদের পণ্য বিক্রির লাভ থেকে এই সবুজায়নের খরচ বহন করবে না। তিনি এই কার্যক্রমকে "নিম্নমানের কাগজের শপিং ব্যাগ গ্রাহকদের কাছ থেকে মূল্য নিয়ে তা দিয়ে পরিবেশ রক্ষার কথা বলা একধরনের চাঁদাবাজি, জোরপূর্বক আদায় এবং অসাধু ব্যবসায়িক মানসিকতা" বলে অভিহিত করেছেন।
নোটিশে ব্যাগের মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, আড়ং বর্তমানে যে কাগজের ব্যাগ বিক্রি করছে, তার মান অত্যন্ত নিম্নমানের এবং রিসাইকেল পেপার দিয়ে তৈরি। এই ব্যাগগুলো একবার ব্যবহারের পরই অনুপযোগী হয়ে পড়ে, যা গ্রাহকদের জন্য হতাশাজনক। অ্যাডভোকেট ফারজানা যুক্তি দিয়েছেন যে, ব্যাগে কোনো সৃজনশীলতার ছাপ না রেখে শুধুমাত্র আড়ং-এর লোগো ব্যবহার করে অর্থ আদায় করা অনৈতিক। তিনি আরও উল্লেখ করেছেন যে, আড়ং সম্প্রতি যে "Reusable Fabric Bags" চালু করেছে, সেগুলোর মূল্যও অনেক বেশি এবং আকার ছোট হওয়ায় একাধিক পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের একাধিক ব্যাগ কিনতে হচ্ছে, যা সাধারণ আয়ের মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।
নোটিশে বলা হয়েছে যে, আড়ং-এর এই ধরনের কার্যকলাপ পরিবেশ সচেতনতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি অযৌক্তিক ব্যবসা ও গ্রাহকদের সঙ্গে প্রতারণা। অ্যাডভোকেট ফারজানা আড়ং-এর এই "স্বেচ্ছাচারিতা" এবং "অযৌক্তিক" সিদ্ধান্তকে "অপ্রত্যাশিত ও দুঃখজনক" বলে উল্লেখ করেছেন।
নোটিশে আড়ং কর্তৃপক্ষকে ১০ (দশ) দিনের মধ্যে কাগজের শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ করতে বলা হয়েছে। অন্যথায়, বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আড়ং-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন আউটলেট এবং সোশ্যাল মিডিয়াতেও গ্রাহকদের অসন্তোষ প্রকাশ পাচ্ছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.