বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের খানপুর ৩'শ শয্যা হাসপাতালে গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় আয়রন ট্যাবলেট বিতরণ ও ডেঙ্গু কিট সরবরাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে খানপুর ৩'শ শয্যা হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য বিনামূল্যে ডেঙ্গু কিট সরবরাহসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত গর্ভবতী মহিলাদের হাতে তুলে দেওয়া হয় আয়রন ট্যাবলেট।
জেলা পরিষদ-নারায়ণগঞ্জ, এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় দায়িত্বরত সিভিল সার্জন ডা. মশিউর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি বলেন—“গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে আরও বেশি সচেতন হতে হবে। একজন সুস্থ মা-ই পারে সুস্থ সন্তান উপহার দিতে। তাই মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, গর্ভকালীন সময়ে মায়েদের সঠিক পুষ্টি ও নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া অতীব জরুরি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। একইসঙ্গে জেলায় দায়িত্বরত সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের রোগীদের সেবা প্রদানের নিশ্চয়তা ও আন্তরিক মনোভাব নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
পরে জেলা প্রশাসক(ডিসি) নিজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নিবন্ধিত গর্ভবতী মহিলাদের মাঝে আয়রন ট্যাবলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, জেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.