বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি এ জেলায় যোগদান করার পর স্টেডিয়ামগুলোর অবকাঠামো দেখে হতাশ হয়েছিলাম।
এর পরবর্তীতে আমরা স্টেডিয়ামের অবকাঠামোগত কাজের জন্য ১ কোটি ৬৪ লক্ষ টাকার বরাদ্দ এনেছি। এই বরাদ্দের অর্থ খেলোয়াড়দের জন্য। আমরা এই স্টেডিয়ামকে সুন্দরভাবে সাজাতে চাই। কিন্তু আমরা যারা খেলবো প্লেয়ারের আদর্শে যেন আমরা অনুপ্রাণিত হই। অন্য কিছু যেন আমাদেরকে উৎসাহিত না করে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইরস্থ জেলা ক্রীড়া কমপ্লেক্সের এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল।বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা খেলোয়াড় পরিচয়ে যেন বড় হতে পারি। অনেক ভালো ভালো প্লেয়ার নারায়ণগঞ্জ থেকে জন্ম হয়েছে। আগামীতে কেন পারবে না? আমাদের পারতেই হবে..! আমরা জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি। আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার শতভাগ সহায়তা করবো।
তিনি আরও বলেন, আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে ওভারকাম করতে হবে। চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা যদি ভালো ক্রীড়াবিদ হতে চাই, আমরা যদি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, সেটার শক্তি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে সম্ভব। আর যদি এমন হয় আসলাম প্র্যাকটিস করলাম কিন্তু সেটা মনে ধারণ করলাম না আমার উচ্চ আশা না থাকে তাহলে ক্রীড়াবিদ হওয়া যাবে না।
জেলা প্রশাসক(ডিসি) বলেন, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা বিষয় না। স্পোর্টস সেক্টর অনেক বড় হয়েছে। আমরা সেই বড় সেক্টরে নিজেদের মেলে ধরতে চাই। নিজের ভুল ধরতে হবে। নিজের ভুল ধরতে জানতে হবে। যখন আমি আমার নিজের ভুল ধরতে পারবো তখনই ওভারকাম করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের সন্তানরা দেশের মুখ উজ্জল করবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হুসাইন, সিসিডিএমের সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নূর জামাল হাসান, গোলাম গাউস প্রমুখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.