বিশেষ প্রতিবেদক।।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধিতে সুশীল সমাজ, নাগরিক সংগঠন, ছাত্র জনতার সমালোচনা ও তোপের মুখে বর্ধিত বাস ভাড়া অনিদিষ্টকালের জন্য প্রত্যাহারের ২৪ ঘন্টা না যেতেই ফের বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, “পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি।”
এসময় তিন দাবি করেন যে, সকাল ৭টা থেকে ৯টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ফুল সিট নিয়ে গাড়িগুলো যাতায়াত করে। কিন্তু বাকি সময় গাড়িগুলো কখনো ৭-৮জন, কখনো অর্ধেক যাত্রী কখনো খালি যায়।
তিনি আরও বলেন, “২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নিই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।”
রওশন আলী সরকার আশা প্রকাশ করেন, “গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। তাই জেলা প্রশাসক পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন বলে আমরা আশা করছি।”
সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একই দিন শুক্রবার(২২ আগষ্ট) জেলা প্রশাসকের(ডিসি) নিজস্ব ভেরিফাইড পেজে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে পূর্বের ন্যায় ভাড়া বহাল থাকবে বলে আদেশ জারি করে একটি পোষ্ট দেন, যেটি মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে জেলার সকল সুশীল সমাজ তাকে সাধুবাদ জানান।
তার নিজস্ব ভেরিফাইড পেজে লিখেন,
”অনিবার্য কারণ বশত গত ২০/০৮/২০২৫ তারিখে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে, বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।
আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট ও
চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
২২ আগস্ট, ২০২৫”
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.