বিশেষ প্রতিনিধি।।
আগামী ৬ই আগস্ট (বুধবার) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসনটির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সকল বিএনপির নেতাকর্মীদের এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ক্যালেন্ডারের হিসেবে ৩ আগস্ট, কিন্তু ইতিহাসের নির্মম প্রহসন বলছে, এই দিনটি ৩৪ জুলাই হিসেবে সৈরাচারী পতনের শেষের দিক কারণ সে সময়ের এ মাসে আমরা দিন গুনেছিলাম হাসিনার পদত্যাগ ও রক্তমাখা সূর্যোদয়ের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা এখন অপেক্ষায় আছি গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আলোকবর্তিকার, যার নেতৃত্বে আছেন দেশনায়ক তারেক রহমান। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৬ আগস্টের কর্মসূচি হচ্ছে আমাদের বিজয়ের প্রতীকী উদযাপন।
বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়।তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা প্রস্তুত।
বিজ্ঞপ্তিতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সকল দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৬ আগস্টের কর্মসূচিতে যোগ দেওয়ার জন উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, 'জয় আমাদের হবেই, আন্দোলনই আমাদের পথ'।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.