ফরিদপুর জেলা প্রতিনিধি।।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণবঙ্গের সুনামধন্য হাজারো কুরআনে হাফেজদের ওস্তাদ মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। যার একাধিক ছাত্র আন্তর্জাতিকুল হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী লাভ করে পুরস্কার প্রাপ্ত হয়ে দেশের সুনাম ধরে রেখেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্টানে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কুরআনে হাফেজদের প্রিয় ওস্তাদ, দক্ষিণবঙ্গের সুপরিচিত মুখ, মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাহবুবুর রহমান কে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক (দা.বা.), হাফেজ ক্বারী নাছির উদ্দিন (দা.বা.), জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান, নানুপুরের পীর সাহেব সিহাব উদ্দিন, সিলেট দরগাহ মসজিদের খতিব সহ দেশের বিভিন্ন স্থানের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য কুরআনপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মাদারীপুর, বৃহত্তর ফরিদপুরসহ সারা দক্ষিণবঙ্গের ধর্মপ্রাণ মুসল্লীগণ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করছেন এবং নবনির্বাচিত সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বলে জানান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর শাখার পরিচালক হাফেজ ক্বারী মো. বেলাল মাদানী।
শায়েখ হাফেজ ক্বারী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা বর্তমানে হিফজুল কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করেছে। ফরিদপুর, ভাঙ্গা, শরীয়তপুর, শিবচর সহ মারকাজুন নুর ক্যাডেট মাদ্রাসার একাধিক শাখা রয়েছে এবং তা সুনামের সাথে শিক্ষা দিয়ে যাচ্ছে বলে সূত্রে জানা যায়।
এবিষয়ে স্থানীয়রা জানান, দক্ষিণবঙ্গের হাফেজদের “তাজ” হিসেবে পরিচিত এ গুণী আলেমের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। তারা বিশ্বাস করেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সারা দেশের কুরআনপ্রেমী জনগোষ্ঠীর জন্য কার্যকর ভূমিকা পালন করবেন।
স্থানীয় আলেম সমাজ এক প্রতিক্রিয়ায় বলেন, “ক্বারী সাহেবের নেতৃত্বে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আরও গতিশীল হবে। দেশের হাফেজদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে এবং সমাজে কুরআনের আলো আরও বিস্তৃত হবে।”
এবিষয়ে শায়েখ ক্বারী মাহবুবুর রহমান সমকালীন কাগজ এর এ প্রতিনিধিকে বলেন, "সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেনো আমার উপর অর্পিত দ্বায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।"
"হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুরআনের খেদমতে আরও নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেই জন্য দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেন তিঁনি।"
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.