স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য পুনরুদ্ধার করে ফিরিয়ে চান বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
এ ব্যাপারে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, জেলা প্রশাসক(ডিসি) ও বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে মাসুদুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদেরকে সেই আশি-নব্বই দশকে নিয়ে যেতে চাই। তখন আমাদের নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে ভয় পেত ৬৩টি জেলা। এই জেলা থেকে যে জাতীয় পর্যায়ের ক্রিকেটার ও ফুটবলার তৈরি হয়েছিল, তারা ঢাকাকে কাঁপিয়েছে মাতিয়েছে।
তাই আমরা যদি আপনাদের সকলের কাছ থেকে সামান্য সহযোগিতা পাই, তাহলে এই ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ে দিতে পারবো' যা নিয়ে আপনারা পরবর্তীতে গর্ব করতে পারবেন।
তিনি আরও বলেন, “ ভালো খেলার অনুশীলন করার জন্য ইনডোর মাঠ অত্যন্ত জরুরি। আমাদের খেলারও মাঠ সীমিত। নেই বললেই চলে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জকে একটি সুন্দর ক্রীড়া জগৎ উপহার দিতে পারবো।
এ সময় তিনি, বিসিবি পরিচালক, এনএসসি ও জেলা প্রশাসক(ডিসি) এই তিন পক্ষকে একসঙ্গে কাজ করে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে নারায়ণগঞ্জের ন্যাশনাল ভেন্যু হস্তান্তরের আহ্বান জানান ক্রীড়া সংগঠন মাসুদুজ্জামান মাসুদ।
মাসুদুজ্জামান বলেন, আমরা গর্ব করি এমন একটি আন্তর্জাতিক ন্যাশনাল স্টেডিয়াম আমাদের নারায়ণগঞ্জে আছে। সবার সহযোগিতা থাকলে আমরা ক্রীড়াঙ্গণের সবকিছু নিয়েই কাজ করে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.