মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে পানি-কাদা রাস্তায় চলাচলের অনুপযোগী হওয়ার কারণে ৩ শিক্ষা প্রতিষ্টান, মসজিদে মুসুল্লিদের নামাজে যাতায়াত সহ গ্রামের একমাত্র কবরস্থানে লাশ দাফনের জন্য তিন কিলোমিটার রাস্তা যেন মরণ ফাঁদে পরিনত হয়ে পড়েছে।
তবে সোমবার এবিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন।
পানি কর্দমাক্ত জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঐ তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক সহ গ্রামবাসীরাও। এ তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় হাজারো শিক্ষার্থী পড়াশুনা করেন বলে জানান গ্রামবাসীরা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে পানি কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তুলার আহ্বান জানান।
সরোজমিনে দেখা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একই স্থানে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার পাসে মসজিদ এবং তার পার্শ্ববর্তী স্থানে গ্রামের একমাত্র কবরস্থান অবস্থিত। আর এসব প্রতিষ্ঠানে যাওয়া আসার জন্য একমাত্র রাস্তা বর্ষার মৌসুমে পানি কাদা হয়ে ধান পাট চাষাবাদ করার মত জরাজীর্ণ হয়ে পড়ে।
ঐএলাকার প্রধান রাস্তা, টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া আলিয়া মাদরাসা এবং থেকে উত্তরপাড় ইদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত বেহাল দশা রাস্তাটির। যা সমান্য বৃষ্টিতে কাঁদা পানি হয়ে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে।
হোরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বরে সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়দিয়া দাখিল মাদ্রাসাার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার, সভাপতি মো. মোস্তফা মাতুব্বর সহ শিক্ষকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, প্রচন্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানি জমে গেছে। ফলে প্রতিদিন পানি-কাঁদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে যাতায়াতে প্রচন্ড কষ্ট পোহাতে হয় আবার অনেক শিক্ষার্থী এ কষ্ট সইতে না পেরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই রাস্তা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে আমাদেরও আস্তে আস্তে স্কুলে আসা বন্ধ হয়ে যাবে।
এলাকাবাসী জানায়, বিগত দিনে সরকারের জনপ্রতিনিধি এসে বিভিন্ন সময়ে পাকা রাস্তা করে দেবে বলে প্রতিশ্রুতি দিযেছে কিন্তু তা আজও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিনই রাস্তাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচ গ্রামের জনসাধারণ এ রাস্তার উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, উপজেলার আলগি ইউনিয়নের ৫ নং বড়দিয়া সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা সংস্কারের জন্য একটি আবেদন পেয়েছি। আপনারা জানেন প্রতি বছর অতি বর্ষণের ফলে সারাদেশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তা ও তার ব্যতিক্রম নয়, তাই চলতি অর্থ বছরে টিআর, কাবিখা সহ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যে অর্থ বরাদ্দ থাকে সেই অর্থ দিয়ে অতি দ্রুত শিক্ষার্থী সহ অত্র এলাকার মানুষের চলাচলের উপযোগী করে রাস্তাটি সংস্কার উন্নতি করা হবে, ইনশা আল্লাহ।