প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:১৯ পি.এম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত রজনীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত অভিভাবক রজনী ইসলামের কবর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর থেকে আসা বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল।
শুক্রবার (১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে নিহত রজনী ইসলামের বাড়িতে যান। সেখানে প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানান। পরে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারী’র নেতৃত্বে প্রতিনিধি দলটি রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর আগে তাঁর আত্মার শান্তি কামনায় কবরের পাশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নিহত রজনী ইসলাম সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। তিনি রাজধানীর উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। গত ২১ জুলাই দুর্ঘটনার দিন দুপুর ১টার দিকে স্কুল শেষে মেয়ে ঝুমঝুম ইসলামকে আনতে গিয়ে বিধ্বস্ত বিমানের লোহার টুকরোয় মাথায় আঘাত পেয়ে নিহত হন অভিভাবক রজনী ইসলাম। মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দূর্ঘটনার আগে স্কুল ছুটি হওয়ায় সে স্কুলের বাইরে নিজেদের প্রাইভেট গাড়ীর কাছে অবস্থান করায় প্রাণে বেঁচে যায়। ছোট ছেলে এস এম রোহান একই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সেদিন অসুস্থ থাকায় স্কুলে যাওয়া হয়নি তার। বড় ছেলে এস এম রুবাই ঢাকার একটি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নিহত রজনী ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদের মেয়ে। রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম বলেন, বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে যশোর বিমান ঘাঁটির প্রতিনিধি দল এসে আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। পরে আমার স্ত্রীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসাথে আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি। এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ার আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বিমান দুর্ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ উপস্থিত থেকে তাদের সার্বিক সহযোগিতা করেছি।
এদিকে নিহত রজনী ইসলামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে কোরআনখানী ও এতিম শিশুদের খাওয়ার ব্যবস্থা করা হয় এবং দুপুর ২টার পর কবরস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিএনপি দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিগণ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.