বিশেষ প্রতিবেদক।।
বহুল প্রতিক্ষীত নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাসপাতাল খানপুরে নির্মাণাধীন ১৫তলা ভবনের ৪ তলা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (১৭ আগস্ট) সকালে বহি:র্বিভাগের সেবা নিতে আসা রোগীদের জন্য ভবনটি এই প্রথম উন্মুক্ত করা হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার জানান,
পুরনো ভবনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড়ের কারনে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পরতে হতো। চিকিৎসা সেবা গ্রহীতাদের স্বস্তি ফেরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমোদন নিয়ে গণপূর্ত বিভাগের মাধ্যমে বহি:র্বিভাগকে নতুন ভবনের ৪ তলা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে।পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য বিভাগগুলোও সেখানে স্থানান্তরিত করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৭ সালের ২১ মার্চ একনেক বৈঠকে ৩'শ শয্যা এই হাসপাতালকে ৫'শ শয্যা হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত হয়।এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালের জুনে নতুন ১৫তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়, যার জন্য ১'শ ৩০কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে সরকার।এর দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানান ধরনের জটিলতায় প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়াতে হয়। বর্তমানে ১৫ তলা ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে রয়েছে, অল্প কিছুদিনের মধ্যে বাকী কাজ শেষে হয়ে যাবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এরপর পুরোপুরিভাবে চিকিৎসা দেয়া সম্ভবপর হবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.