প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১২:০০ পি.এম
নারায়ণগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ; আহত-৩

ছবি :বিস্ফোরণে ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাব উল্টে পড়ে থাকার দৃশ্য
সিদ্ধিরগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরিষ্কারাচ্ছন্ন ড্রেনে গ্যাস জমে প্রচন্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে প্রায় ৩'শ মিটার এলাকাজুড়ে কেঁপে ওঠে। ড্রেনের ঢাকনায় ব্যবহত ৫ ইঞ্চি সিমেন্টের স্ল্যাবগুলো প্রচন্ড প্রেসারে উল্টে গেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন,নূর ইসলাম (৫০)। এ ছাড়া আরও পথচারী আরও দুই নারী আহত হয়েছেন, যাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময় বাজারে লোকজনের সমাগম কম থাকায় ক্ষতি পরিমাণ কম হয়েছে। প্রচন্ড শব্দে বিস্ফোরণের কারণে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বাসাবাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।
স্থানীয় এক ব্যবসায়ী আবুল হাসেম বলেন, আমার দোকানে দুই ক্রেতাসহ বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনার স্ল্যাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশপাশের বিল্ডিংগুলো শব্দে কেঁপে উঠে, আমরা সবাই ভয় পেয়ে চিৎকার চেচামেচি করে উঠে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন। এই এলাকায় প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করার ফলে এ ঘটনা ঘটতে পারে। আমরা শিগ্রই ব্যবস্থা নিচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.