স্টাফ করেসপন্ডেন্ট।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি মামলায় নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়। এই সময় আইসিটির তদন্ত দলকে সহযোগিতা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশের একটি সূত্র জানায়, মেহেদী খন্দকার ম্যাকলিন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।
এছাড়াও ওসমান পরিবারের ‘ক্যাডার’ হিসেবে অধিক পরিচিত, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এছাড়াও জানা গেছে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দিনও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে ছিলেন এই সন্ত্রাসী ম্যাকলিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তেও দেখা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ম্যাকলিন পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহরে ম্যাকলিন ছিলেন এক আতঙ্কের নাম। সাবেক সাংসদের ছেলের ঘনিষ্ঠজন হওয়ার কারণে কখনও তার বিরুদ্ধে কথাও বলতেন না কেউ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ম্যাকলিনের বড়ভাই মিল্টন ওরফে কিলার মিল্টনও ছিলেন শীর্ষ সন্ত্রাসীর তার মৃত্যু পর ম্যাকলিন সেই পথে ধাবিত হয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.