প্রতীকী ছবি;
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জে ডাকাতির একটি মামলায় মহানগর যুবদলের এক নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
রোববার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
এ রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫)-মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪); সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯), মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।
এই রায় ঘোষণার সময় আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,আদালত সূত্রেমতে জানা গেছে, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকায় অ্যাডভোকেট মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামালার তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে।এরপর বিচার শেষে ১০ জনকে সরাসরি সম্পৃক্ত ও দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি(এপিপি) ওমর ফারুক জানান, দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত রায়ের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ডসহ অর্থদন্ড দিয়েছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.