স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের(ডিসি) নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় এলাকায় মোস্তফা টাওয়ারে অবস্থিত আফিয়া ডেন্টাল কেয়ারে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, ড. ফারজানা আখতার নামে এক নারী ডেন্টাল চিকিৎসক ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবাসহ ডেন্টাল ক্লিনিক পরিচালনা করে আসছিলেন। এ সময় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডসহ পাশাপাশি ডেন্টাল ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির বলেন,
‘ রোগী হিসেবে এ্যাপোয়েনমেন্ট নিয়ে প্রথমে তার কাছে চিকিৎসা নিতে যাই।এর পরবর্তীতে আমরা যখন তার বিএমডিসি রেজিস্ট্রেশন দেখতে চাইলে তিনি যে রেজিস্ট্রেশন নাম্বরটি দেখাচ্ছিলেন তা অন্য এক ডাক্তারের নামে রেজিস্ট্রেশন ভূক্ত করা।
ফলশ্রুতিতে আমরা এই ভুয়া ডেন্টাল ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানাসহ চেম্বারটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। তবে পরবর্তীতে তিনি যদি সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে সেটি খুলে দেওয়া হবে।’
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ড. শহিদুল ইসলাম খান এবং জেলা পুলিশের সদস্যগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.