প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৪৩ পি.এম
ধর্মের আড়ালে ২২ কোটি টাকার চাল আত্মসাৎ, সাবেক এমপিসহ অভিযুক্ত-১৫

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে বরাদ্দকৃত ৫,৮২৩ টন সরকারি চাল আত্মসাতের মামলায় দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করেছে। ২০১৬-১৭ অর্থবছরে ২,২৫৩টি ভুয়া ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে চাল বরাদ্দ নেওয়ার পর তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে এ চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। পাঁচ বছরের তদন্তে ২৫ অভিযুক্তের মধ্যে ১০ জন অব্যাহতি পেলেও আজাদসহ ১৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযুক্তদের তালিকায় আজাদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে কুলসুল স্মৃতি, ৭ ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ ও গুদাম কর্মকর্তারা রয়েছেন। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং ৪ ইউপি চেয়ারম্যান উল্লেখযোগ্য।
২০২১ সালের ২৬ আগস্ট দুদকের রংপুর শাখার মামলার ভিত্তিতে এ তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা মো. আলী আকবর আজিজ প্রমাণ পেয়েছেন যে, আজাদের নির্দেশে স্থানীয় নেতারা জাল দলিল তৈরি করে চাল বরাদ্দ নেন এবং পরে তা আত্মসাৎ করেন। তদন্তে প্রভাবশালী চাপের অভিযোগ থাকলেও দুদক দাবি করে, শুধু প্রমাণের ভিত্তিতেই চার্জশিটে রদবদল করা হয়েছে।
মামলার প্রভাব ইতিমধ্যে রাজনীতিতে পড়েছে: গত ইউপি নির্বাচনে অভিযুক্ত ১৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জন পরাজিত হন। তবে শিবপুরের সেকেন্দার আলী মণ্ডলসহ ৪ জন নির্বাচনে জয়ী হয়েও আদালতের মুখোমুখি হচ্ছেন। রংপুরের বিশেষ আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
স্থানীয় অধিবাসীদের একাংশের আশঙ্কা, প্রভাবশালী আসামিরা আইনি জটিলতা তৈরি করে মামলা মন্থর করতে পারেন। তবে দুদকের রংপুর কর্মকর্তা হোসাইন শরীফ নিশ্চিত করেছেন, "প্রমাণের ভিত্তিতে এই মামলার নিষ্পত্তি হবে"।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.