নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে..!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন গত ১৭ জুলাই জারি করা হলেও বুধবার তা প্রকাশিত হয়েছে।
এর আগে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্তের তথ্য সামনে আসে; তাকে বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপনটি জারি হয় গত ৬ অগাস্ট।
উপপরিচালক কমলেশ মন্ডলের ব্যাপারে দুদক বলেছে, সময়মত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন জমা দেননি।
এ অভিযোগের বিষয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিলের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দুদক তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই কমিশন সভায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্তের সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.