স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা জিরোপয়েন্ট ও বায়তুল মোকাররম পর্যন্ত চলাচলকারী উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড ও সিটি বন্ধন পরিবহন লিমিটেডের মালিক–শ্রমিক ঐক্য পরিষদ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে।
তাদের দাবি, সরকারি হিসাব অনুযায়ী ভাড়া দাঁড়ায় প্রতি কি:মি: হিসেবে ৬১.৩৬ পয়সা কিলোমিটার, কিন্তু গত পরশু জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মিটিং'র সিদ্ধান্তে তা ৫৫ টাকা নির্ধারণ করায় লোকসান গুনতে হচ্ছে তাদের ।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুবিধা দিতে চালকসহ ৫২ সিটের বাসকে ৪৫ সিটে নামানো হয়েছে। এতে যাত্রী কমে গেলেও খরচ বেড়ে গেছে। সকালে অফিস সময়কালীন (সকাল ৭টা–৯টা) এবং বিকালে (৫টা–৭টা) গাড়িগুলো পূর্ণ আসনে যাত্রী বহন করলেও বাকি সময় অর্ধেক কিংবা এক-তৃতীয়াংশ আসন খালি যায়। ফলে আয়–ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পরছে।
পরিবহন সংগঠনটির অভিযোগ, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল বাস প্রতি ২৬০ টাকা নির্ধারণ করা হলেও পূর্বের জেলা প্রশাসক(ডিসি) যাত্রী প্রতি মাত্র ৫ টাকা টোল ভাড়া নির্ধারণ করেছিলেন, যা তাদের জন্য অযৌক্তিক। অথচ দূরপাল্লার পরিবহনে সরকার নির্ধারিত টোল ভাড়া ৯ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ইউএস ডলারের মূল্যবৃদ্ধির কারণে টায়ার–টিউব, গিয়ারবক্স, টেলক্রাউন, ইঞ্জিন, মবিল, ক্লাচ প্লেট, রিং, ওভারহোলিং কিটসহ প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম হু হু করে বেড়ে গেছে। ফলে নির্ধারিত ভাড়ায় পরিবহন চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছে।
এছাড়াও, গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখে জেলা প্রশাসকের(ডিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল এবং ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়া চালু করা হয়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২ মাসের মধ্যে নতুন ভাড়া নির্ধারণ করা হবে এবং ফ্লাইওভারের টোল ২৬০ টাকা থেকে কমিয়ে ১৬০ টাকা করা হবে। কিন্তু দীর্ঘ সময়েও এর সুরাহা হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।
ঐক্য পরিষদের নেতারা বলেন—“আমরা জেলা প্রশাসকের(ডিসি) সম্মানের কথা ভেবে ২১ আগস্ট পর্যন্ত ৫৫ টাকা ভাড়া নিয়েছি। কিন্তু এখন আর পারছি না। আমাদের পক্ষে ৫৫ টাকা ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। সরকার নির্ধারিত সারণি অনুযায়ী ৬১.৩৬ টাকা ভাড়া অবিলম্বে কার্যকর করতে হবে।” জানিয়েছেন উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড ও সিটি বন্ধন পরিবহন লিমিটেডের মালিক–শ্রমিক ঐক্য পরিষদ। পাশাপাশি দ্রুততম সময়ে সরকার নির্ধারিত বাস ভাড়া পূনরায় চালু করা জোর দাবি জানান।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.