প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৩:০৫ এ.এম
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে সুন্দরবনের দ্বার খুলছে

কামরুল ইসলাম টিটু,
শরনখোলা প্রতিনিধি।।
শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জেলে ও পর্যটন ব্যবসায়ীরা,
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১লা সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবনের দ্বার। আগামীকাল থেকেই বন-বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে দেশী-বিদেশী পর্যটকসহ বনজীবী ও জেলেরা। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন সৌন্দর্য উপভোগ করতে আসা দেশী বিদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে কোলাহলপূর্ণ হয়ে উঠবে সুন্দরবন। দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দ্বার খোলায় অপেক্ষার প্রহর গুনছে পর্যটন ব্যবসাহী ও জেলেরা। সেই লক্ষ্যে শরণখোলা উপজেলার জেলে পল্লীতে ফিরে এসেছে চিরচেনা রুপ। জলে পল্লীতে ঠুক ঠাক শব্দে নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছে জেলেরা। শেষ মুহুর্তের প্রস্তুতি শেষে প্রথম দিনেই সুন্দরবনে প্রবেশের জন্য নিরলস পরিশ্রম করছেন তারা। তেমনি পর্যটন ব্যবসায়ীরাও ইতোমধ্যে তাদের ট্যুরিষ্ট বোটগুলো মেরামত করে করে নতুনত্ব ফিরিয়ে এনে অপেক্ষায় আছেন পর্যটকদের।
বন বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় গত ১ জুন থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত টান তিন মাস সুন্দরবনে নদী এবং খালে সকল প্রকার বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে টানা নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের উপর সরাসরি নির্ভরশীল থাকা জেলেরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে।
শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলেরা বলেন, নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে অভাব অনটনে জীবন অতিবাহিত হয়। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করলে জেলে পরিবারগুলো দারিদ্র্যই থেকে যাবে। তাছাড়াও তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দুই মাস করার কথা বলেন অধিকাংশ জেলেরাই।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবে জেলে ও পর্যটকরা। এজন্য গত ২৭ আগস্ট বুধবার সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা প্রদান করা হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.