এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর।।
মাত্র ৫০ হাজার টাকার জন্য আপন চাচা ও চাচাতো ভাইয়ে হাতে প্রাণ গেল প্রবাস ফেরত বাবুর (২২)। রক্তে ভেসে গেল পারিবারিক আঙিনা। ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে মুহূর্তেই নিথর হয়ে পড়লেন তিনি। মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা রওশন আলী (৫৫) ও ছোট ভাই আরমান (২০)। এ নির্মম ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক পিতা, পুত্র ও পুত্রবধূকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত বাবু, তার পিতা রওশন আলী ও ছোট ভাই আরমানকে ডেকে নেন রওশনের ভাই হাসান (৫০)। অভিযোগ, বাবুকে বিদেশ পাঠাতে ৫০ হাজার টাকা দিয়েছিলেন হাসান, সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসান, তার ছেলে শাকিল (২৫) এবং পুত্রবধূ সুমাইয়া (২০) মিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।
প্রথমে ছুরিকাঘাতে বাবুর পেটে ছোরা ঢুকে যায়, পরে তাকে জবাই করা হয়। পুত্রবধূ সুমাইয়া অস্ত্র এগিয়ে দেন, আর হাসান ও শাকিল এলোপাতাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত রওশন আলী ও আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বাবুর শ্বশুর কামাল ও স্থানীয়রা জানান, হাসানের টাকা পাওয়ার দাবি মিথ্যা। বিষয়টি নিয়ে রোববার বিকেলে সাহার বাজারে সালিস বসে এবং সোমবার বিকেলে আবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এ হত্যাকাণ্ড।
হত্যাকাণ্ডের পর হাছান ঘরের ভেতরে লুকিয়ে ছিল, স্থানীয় লোকজন তাকে আটক করে এবং পাশের একটি ঘরে শাকিলের স্ত্রী সুমাইয়া পালিয়ে থাকলে তাকেও আটক করে। এরমধ্যে শাকিল বাড়ি থেকে পালিয়ে মুন্সির হাটে গেলে কিছু লোকজন তাকে চিনতে পারে এরপর তাকে আটক করে ঘটনাস্থলে নিয়ে আসলে উৎসুক জনতা ঘণধোলাই দেয়, পুলিশ গণধোলাই এর হাত থেকে রক্ষা করে। ঘটনা সামাল দিতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নৃশংস হত্যার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে হিমশিম খেতে হয়। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ( ফরিদগঞ্জ – হাজীগঞ্জ) সার্কেল মুকুর চাকমা এবং ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনের বিষয়টি জানা গেছে। সালিস বৈঠকের আগেই এই ঘটনা ঘটে। আটক তিনজনকে থানায় আনা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.