বিশেষ প্রতিনিধি।।
কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬) কার্যকরী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। শুরু হয়েছে ভোট গণনা। অপেক্ষা শুধুই ফল ঘোষণার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ভোটগ্রহণ নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়।
এবারের আইনজীবী সমিতির নির্বাচনে ১১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৫৩ জন। যা মোট ভোটের প্রায় ৮৯% শতাংশ।
নির্বাচনকে ঘীরে সকাল থেকেই আদালতপাড়া ছিল লোকে সরগরম। প্রার্থীদের সমর্থক ও রাজনৈতিক দলের কর্মীদের শোডাউন, স্লোগান, মিছিলে উচ্ছ্বসিত ছিলো পুরো কোর্ট প্রাঙ্গন।
অনেককে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতেও দেখা গেছে প্রার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গণে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল।
প্যানেলগুলো হলো,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল) সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে এড. এইচ. এম. আনোয়ার প্রধান।
জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল (সবুজ প্যানেল)-সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সাধারণ সম্পাদক পদে এড. মো. মাঈন উদ্দিন মিয়া।
এছাড়াও আইনজীবী ঐক্য পরিষদ (রেজা-গালিব প্যানেল) সভাপতি পদে এড. রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক পদে এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব।এছাড়াও এই ৩ প্যানেলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. মোহাম্মদ আলী।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.