বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, আমরা যেভাবেই হোক এ শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে চাই। এই শহরে বসবাসকারী সমস্ত নাগরিকের কাছে অনুরোধ, আসুন, সবাই মিলে এই শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে। আমরা আপনাদের পাশে আছি। নাগরিক হিসেবে সকলকে দায়িত্ব নিতে হবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) এসব কথা বলেন।
'গ্রিন অ্যান্ড ক্লিন' নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লায় বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে এ ডাস্টবিন স্থাপন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গ্রীন এন্ড ক্লিন, নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায়, সিটি কর্পোরেশনের বাইরে ইউনিয়ন গুলোতে এ ধরনের ১০০টি ডাস্টবিন স্থাপন করা হবে।
এসময় জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির অংশ হিসেবে পুরো জেলা জুড়ে এক লাখ বৃক্ষরোপণ করেছি, জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের কাজ হাতে নিয়েছি।
আমাদের স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই পরিষ্কার করি’। আমরা চাই এই কর্মসূচি বাস্তবে স্থায়ী রূপ পাক। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আবর্জনা ফেলার ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, খাল খনন ও পরিস্কার কার্যক্রমে ৩ হাজার ৫'শ টন ময়লা পরিষ্কার করা হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় অনেকেই এখনো অসচেতনভাবে খালে ময়লা ফেলে ভরাট করে ফেলছেন। জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বাইরে ১'শ ডাস্টবিন স্থাপন, এছাড়াও প্রতি ওয়ার্ডে দুটি করে ডাস্টবিন স্থাপন এবং প্রতিটি ইউনিয়নে বর্জ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করে দেয়া হয়েছে। যারা ময়লা আবর্জনা সংগ্রহ করবেন, তাদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগন।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.