প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৬:১৫ পি.এম
আদিবাসীর অধিকার ছাড়া উন্নয়ন অসম্ভব: গাইবান্ধায় আদিবাসী দিবসে দাবি

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে 'আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ' প্রতিপাদ্যকে কেন্দ্র করে। শনিবার (৯ আগস্ট) সকালে কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ সংগঠনদ্বয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
দিনের শুরুতে সাঁওতাল নারী-পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা দেশের আদিবাসী সম্প্রদায়ের নানামুখী সংকট ও দাবি তুলে ধরেন।
বক্তরা অভিমত ব্যক্ত করেন যে বাংলাদেশের সাঁওতালসহ অন্যান্য সমতল আদিবাসী জনগোষ্ঠী ভূমি অধিকার, শিক্ষা ও জীবনযাত্রার মানে মারাত্মকভাবে পিছিয়ে আছে। তাদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে এবং অধিকাংশই ভূমিহীনতার কারণে দেশের দরিদ্রতম জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আদিবাসীদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে জোরালোভাবে উল্লেখ করা হয়।
বক্তারা সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় তাৎক্ষণিক আইনি পদক্ষেপের দাবি জানান। এসময় পরিবেশ অন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম এবং আদিবাসী যুবনেতা অতীত সরেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী সংস্কৃতির নৃত্যগীত ও খেলাধুলার মাধ্যমে তাদের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে। অংশগ্রহণকারীরা একবাক্যে জানান, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কখনই সম্ভব নয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.