স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়া বালুর মাঠস্থ হেলথ রিসোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৪০ বছরের যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তাকে হেলথ রিসোর্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবককে ভর্তি করা হলে, ভর্তির কিছুক্ষন পরই কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রোগীর শরীরের একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।এবং মৃত্যুর কোলে ঢলে পরে।
নিহতের স্বজনদের দাবি, ডেঙ্গু রোগীকে হাসাপাতাল নিয়ে গেলে একটি ইনজেকশন পুশ করার পরপরই অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে অবস্থা অবনত দেখে হাসপাতালে দায়িত্বরতরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বললে, পথিমধ্যেই তার নিশ্বাস বন্ধ হয়ে গেলে, পূনরায় নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতর চিকিৎসক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতালে সামনে এসে এ্যাম্বোলেন্স নিয়ে হাসপাতাল অবরোধ করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেহেতু চিকিৎসক সঞ্জয় কুমার সাহার তত্ত্বাবধানে ছিলেন। তিনি এ বিষয়টি ভালো বলতে পারবেন।
এসময় ঘটনাস্থলে পুলিশ আসলে, তারা চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে ডা. সঞ্জয় কুমার সাহার সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি,তবে বিষয়টি হেলথ রিসোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বরতদের সকালের মধ্যে ঘটনার বিবরন জানানোর জন্য সময় দিয়ে যান থানা পুলিশ।
এদিকে মৃত যুবকের পরিবার স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (BMDC) অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রে জানা গেছে। তারা এ অপচিকিৎসার ফলে মৃত্যুর ঘটনায় জড়িতদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিস্তারিত আসছে.....
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.