ষ্টাফ করেসপন্ডেন্ট।।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘জুলাই প্রতীকী ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রথমে বেলুন উড়িয়ে প্রতীকী এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক(সিডি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ ম্যারাথন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাঁদমারি নতুন রাস্তার ঘুরে শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ম্যারাথনটি শেষ হয়।এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২৮০ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে বিশেষ মেডেল উপহার হিসেবে পরিয়ে দেওয়া হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা দেশ ও সমাজের বৈষম্য দূর করতে চেয়েছিলেন। আমরা সকলে যদি সেই চেতনা ধারণ করতে পারি, তাহলে শহীদদের আত্মত্যাগই হবে আমাদের স্বার্থকতা এবং প্রেরণা।
তিনি আরও বলেন,শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শকে বাস্তবায়নের শপথ নিতে হবে।
একটি সিস্টেম যেখানে সকলে সমানভাবে কাজ করবে, কেউ কারও ওপর কর্তৃত্ব করবে না এই বাংলাদেশ গড়তে পারলেই জুলাই-এর আত্মত্যাগ সফল হবে।”
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ আলম বলেন, “এই ম্যারাথন শুধু দৌড় নয়, এটি জুলাই অভ্যুত্থানকে স্মরণ করার একটি উপায়ন্ত। জুলাইয়ে আমরা লংমার্চ করেছি, আজ আমরা সেই চেতনা নতুন করে চর্চার মাধ্যমে ধারণ করছি।”
প্রতীকী ম্যারাথনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, সহ-সেক্রেটারি নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ।
জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই প্রতীকী ম্যারাথনটি অনুষ্ঠিত হয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.