অনলাইন নিউজ ডেস্ক।।
দেশের বিভিন্ন কারাগারে ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি বা পদায়ন করেছে কারা অধিদপ্তর।
বুধবার(২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, ডেপুটি জেলার মো. মফিজুল ইসলামকে বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তৌহিদুল ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মো. রাশেদুল হাসান রিগ্যানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে, মো. আব্দুস সোবহানকে কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে, অর্পন চৌধুরীকে রাঙ্গামাটি জেলা কারাগার প্রেষণে জয়পুরহাট জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. তানজিল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে, মো. সাইফুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১), তরিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগারে, মো. সাদ্দাম হোসাইনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগারে পদায়ন করা হয়েছে।
এছাড়া শেফালী আকতারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে, শিল্পী আক্তারকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে, আনন্দ কুমার শীলকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মো. রেজাউল করিমকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, রুবাইয়া সন্ধিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, মো. একরামুল হককে শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, সিরাজুস সালেহীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগারে, সেলিনা আক্তার রেখাকে জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগারে, মো. ইব্রাহীমকে দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে বদলি করা হয়েছে।
আরও যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন- মো. আশাদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগারে, মো. আজহারুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগারে, মো. গোলাম সাকলাইনকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে, খাতুনে জান্নাতকে নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, হানিফ আহমেদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, বাসারাতুল্লাহকে বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগারে, রুকাইয়া পারভিনকে নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, পিটার ঘোষকে বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগারে, আব্দুল মোহাইমেন তূর্যকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, তানিয়া ফারজানাকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে, মঈনুল হক আল মামুনকে খুলনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগার প্রেষণে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, মো. জাহিদ হাসানকে মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, মো. হোসেনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ও মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ (প্রেষণাদেশ প্রত্যাহার) বদলি করা হয়।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.