প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১:৪২ পি.এম
শরিতুল্যাহ মাস্টারের নামে তিস্তা সেতুর নামকরণ চায় গাইবান্ধাবাসী

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
শরিতুল্যাহ মাস্টারের নামে হরিপুর-চিলমারী তিস্তা সেতুর নামকরণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন..!
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুর নামকরণ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ শরিতুল্যাহ মাস্টারের নামে করার দাবিতে রবিবার (২০ জুলাই) জেলা শহরের ডিবি রোডে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন।
শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু নামকরণ বাস্তবায়ন কমিটির আয়োজনে বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ৩০ বছর ধরে শরিতুল্যাহ মাস্টার একক প্রচেষ্টায় তিস্তা সেতুর দাবিতে আন্দোলন গড়ে তোলেন। তৎকালীন সময়ে অনেকের অবিশ্বাস ও উপহাস সত্ত্বেও তিনি এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে নিরলস সংগ্রাম চালিয়ে যান। তার নেতৃত্বে গঠিত তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি সরকার ও জনগণের সমর্থন আদায়ে সক্ষম হয়, যা আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
মানববন্ধনে বক্তারা তুলে ধরেন, তিস্তা নদীর ওপর সেতু না থাকায় এ অঞ্চলের মানুষকে নৌকায় ঝুঁকিপূর্ণ যাত্রা, সময়ক্ষেপণ ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হতো। শরিতুল্যাহ মাস্টারের অক্লান্ত পরিশ্রমে আজ এই সেতু নির্মিত হয়েছে, যা কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব ১৩৫ কিলোমিটার কমিয়ে আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
কমিটির আহ্বায়ক শামীম মন্ডল ও সদস্য সচিব শাহীন মিয়া বলেন, "এই সেতু শুধু ইট-পাথরের নির্মাণ নয়, এটি শরিতুল্যাহ মাস্টারের স্বপ্ন, সংগ্রাম ও ত্যাগের প্রতীক। তার নামে সেতুর নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেম ও জনসেবার আদর্শে অনুপ্রাণিত হবে।" পরে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।
উল্লেখ্য, ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প, যার নির্মাণ ব্যয় ৯২৫ কোটি টাকা। চীনা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের কাজ শেষ হওয়ায় আগামী ৫ আগস্ট এটি চালু হয়েছে। সেতুটি উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.