প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:১৯ পি.এম
শরণখোলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত হলেন যারা

মোঃ কামরুল ইসলাম টিটু,শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন মিলন ও সাংগঠনিক পদে মহিউদ্দিন বাদল ও শামীম আহমেদ নির্বাচিত হয়েছেন। ১৩ই জুলাই দুপুর ১২ টায় উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম তালিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয় এস এম সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ওহিদুল ইসলাম পন্টু, রুনা গাজী ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। অনুষ্ঠান শেষে ভোটগ্রহণ শুরু হয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম। শরণখোলা উপজেলা বিএনপির সম্মেলনে চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলর রয়েছেন যাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত হবেন। এ সম্মেলনে সভাপতি পদে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ১৫২ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমান আরা আলো ১২৯ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন ১০৯ পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা ইসাহাক আলী ৮২ ভোট পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন বাদল ১৬৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক এবং শামীম আহমেদ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হওয়ায় এই নির্বাচনকে ঘিরে উপজেলা বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিল না।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.