তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হচ্ছে আধুনিক পাঁচতলা নতুন ভবন। ভবনে সুযোগ-সুবিধাসম্পন্ন এক নান্দনিক ভবন হয়ে উঠবে।
গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন , শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দাতাদের সহযোগিতায় আটকোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা বিশিষ্ট এই ভবনে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবসহ ৩০টি শ্রেণী কক্ষ। ভবনের কাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবনের নির্মাণ কাজের প্রকৌশলী হিসেবে অবৈতনিক কনসালটেন্ট হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মো: মোয়াজ্জেম হোসেন।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, ১৫ই নভেম্বর ২০২৩ সাল থেকে ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রি-প্রাইমারী থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। গত ২১ অক্টোবর ২০২৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। ভবিষ্যতে ক্রমান্বয়ে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায় পর্যন্ত শ্রেণি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এই ধারাবাহিকতায়, আজ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার’ এর পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ,শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ, সম্মানিত অভিভাবকগণ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ -সুবিধাসম্পন্ন এই ভবনের কাজ আগামী ২০২৬ সালের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির এই অবকাঠামোগত সম্প্রসারণ শিক্ষা কার্যক্রমের উন্নতির জন্য একধাপ এগিয়ে একটি মাইলফলক হয়ে থাকবে।"
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.