প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:১৮ পি.এম
দিল্লির দূষণ নিয়ন্ত্রণে প্রথমবার কৃত্রিম বৃষ্টি এক নতুন দিগন্ত

ঋতম্ভরা ব্যানার্জি,কলকাতা প্রতিনিধি।।
দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টি !
দূষণ মোকাবিলায় এক নতুন দিগন্ত!
দিল্লির দূষণ একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে।
তবে এবার এই সমস্যার সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে! আগামী ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দিল্লিতে প্রথমবার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হবে।
এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য হলো বায়ুদূষণ কমানো।
বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড (Silver Iodide) ছড়িয়ে দেওয়া হবে।
এই সিলভার আয়োডাইড মেঘের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করবে এবং ফলস্বরূপ বৃষ্টিপাত হবে।
এই পুরো প্রক্রিয়াটি 'ক্লাউড সিডিং' (Cloud Seeding) নামে পরিচিত।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে আইআইটি কানপুর (IIT Kanpur) এবং আইএমডি পুনে (IMD Pune)।
প্রাথমিকভাবে, এই কৃত্রিম বৃষ্টিপাত ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চালানো হবে।
দিল্লির বায়ুমান প্রায়শই বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়, যা শ্বাসযন্ত্রের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হয়। কৃত্রিম বৃষ্টি দূষণ কণাগুলিকে ধুয়ে ফেলতে সাহায্য করবে, যার ফলে বাতাসের গুণমান উন্নত হবে এবং দিল্লিবাসীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে।
এটি নিঃসন্দেহে দিল্লির আকাশকে পরিষ্কার করার দিকে একটি ঐতিহাসিক প্রচেষ্টা এবং দূষণের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.