এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি।।
চাঁদপুর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলার মাঠ হাসান আলী মাঠ আজ দখলের হুমকির মুখে। এক সময় যেখানে শিশু-কিশোররা প্রাণভরে খেলাধুলা করত, সেখানে এখন দোকানপাট ও ভিড়-জটলা দখল করে বসেছে।
মাঠের চারপাশ এবং সংলগ্ন ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অসংখ্য চটপটি, ফুচকা, ঝালমুড়ি ও নানা ধরনের অস্থায়ী দোকান। এতে করে একদিকে যেমন মাঠের মূল সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুরা হারাচ্ছে তাদের খেলাধুলার উপযোগী পরিবেশ।
স্থানীয় অভিভাবকদের ভাষ্য,“আমরা চাই আমাদের সন্তানরা মাঠে খেলুক, সুস্থ থাকুক। কিন্তু এখন মাঠে গিয়ে দেখা যায়—খেলার জায়গার চেয়ে দোকানই বেশি। শিশুরা খেলবে কোথায়?”এ অবস্থাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন চাঁদপুর শহরের একজন প্রবীণ নাগরিক। তিনি বলেন,“হাসান আলী মাঠ চাঁদপুরবাসীর গর্ব। অথচ আজ এটি অব্যবস্থাপনা ও দখলের শিকার। দোকানদারদের কারণে শিশুদের খেলাধুলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি।”
এছাড়াও, মাঠ সংলগ্ন ফুটপাত দোকানদারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা চলাফেরা করতে পারছেন না, সৃষ্টি হচ্ছে চরম যানজট। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের বিশৃঙ্খলা নগর ব্যবস্থাপনার ব্যর্থতাকে স্পষ্ট করে তুলছে।
চাঁদপুরবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন “মাঠ বাঁচাতে হবে। মাঠ বাঁচলে শিশু বাঁচবে, শিশু বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে।”
তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে, যেন হাসান আলী মাঠ ফিরে পায় তার পূর্বের রূপ ও গৌরব।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.