এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ,চাঁদপুর জেলা প্রতিনিধি:
টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।
মঙ্গলবার (৮ জুলাই) থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নীচু এলাকা ও বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, তালতলা, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা।
শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘দোকানের সামনে হাঁটুপানি জমেছে। ক্রেতা আসছে না। বৃষ্টি এমনভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।’
শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং শ্রমিকরা কাজে যেতে পারছে না।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলেও সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রীর অভাবে ২ থেকে ৩ ঘণ্টার ব্যবধানে ছাড়ছে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ।
চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.