অনলাইন নিউজ ডেস্ক।।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানো, ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
এ ঘটনায় গোটা পুরো গোপালগঞ্জ জুড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া কারফিউ দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য সাময়িকভাবে শিথিল করা হয়। এরপর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রধান সড়কে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ, একরকম জনশূন্য রয়েছে এলাকা। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। শহরের সকল পাড়া,মহল্লার অলিগলি ফাঁকা, জনমানবশূন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি না থাকলেও সকাল পর্যন্ত যৌথবাহিনী বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করেছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.