অনলাইন নিউজ ডেস্ক।।
গোপালগঞ্জকে 'চিরতরে মুজিববাদ মুক্ত' করার জন্য মার্চ (অভিযান) করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, গোপালগঞ্জকে 'ফ্যাসিস্টরা আশ্রয়কেন্দ্র' হিসেবে গড়ে তুলছে এবং সেখানকার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে আর কোনো সাধারণ মানুষকে যেন হত্যা করা না হয়। বুধবারের ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, সেদিন মানুষ 'রিফাইন্ড আওয়ামী লীগের' নতুন ভার্সন দেখেছে। নাহিদ ইসলাম দৃঢ় কণ্ঠে বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে এবং এনসিপি আবারও গোপালগঞ্জ যাবে, এই যাওয়া শেষ যাওয়া নয়।
হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যা কিছু হয়ে যাক, জুলাই পদযাত্রা থামানো যাবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে।’ ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার জন্য জড়ো হওয়ার কথাও বলেন নাহিদ।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। দেশে মুজিববাদী কোন রাজনীতির জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোন স্থান হবে না।’
সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে তা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে বলেও উল্লেখ করেন আখতার হোসেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজসহ অনেকে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.