তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
ট্রেনে সিলেট থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নিজ বাড়িতে ফেরার পথে মায়ের সাথে “আলাদা” হওয়া এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সিলেট থেকে ছেড়ে আসা ট্রেন থেকে ভূলবসত অন্য স্টেশনে নেমে ধর্ষণের শিকার হয় কিশোরী।
ঘটনার অভিযুক্ত আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকে গ্রেপ্তার করে পুলিশ। আক্তারের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। কুলাউড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
জানা যায়, আসন বিহীন টিকেটে তারা বাড়ি ফিরছিলেন, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনের বগিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়। ততক্ষণে ট্রেন ছেড়ে চলে যায়। বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই কিশোরী। তখন আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন। এমনকি কিশোরীকে জিম্মি করে তার স্বজনের থেকে ২০ হাজার টাকা দাবি করেন তিনি।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া রেলওয়ে থানায় ধর্ষণের অভিযোগে এনে মামলা দায়ের করা হয়েছে।
কুলাউড়া রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজারে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো ও জানা গেছে, কিশোরীর পরিবার অত্যন্ত অসহায় হতদরিদ্র। সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে ফেরার পথে গত ৩০শে জুন মায়ের সঙ্গে সে বাড়িতে ফিরছিলেন। ট্রেনে ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলে। ভুল করে কুলাউড়া রেলস্টেশনে নেমে যায়।পরে গাড়িচালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে ওঠেন। আক্তার তাকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন।
এজাহার সূত্রের বরাতে জানা যায়, নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার মুঠোফোনটি কেড়ে নেন। ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে কথা বলেন। তখন তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জানান, কিশোরী তাঁর হেফাজতে আছে। তাকে ফেরত পেতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গতকাল সোমবার(৭ই জুলাই ) রাতে নগরীর কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আক্তার আলী'কে গ্রেপ্তার করা হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.