দল যদি আমাকে নারায়ণগঞ্জ-৫'র মনোনয়ন দেয় আমি কাজ করব, অন্য কাউকে দিলেও তার পেছনে কাজ করব..! কারন আমি জনগণের সেবক হতে চাই, কারো প্রতিযোগী না..!
স্টাফ করেসপন্ডেন্ট।।
আমি জনগণের সেবক হতে চাই,কারো প্রতিযোগী হতে চাই না। আলিরটেক দোয়া অনুষ্ঠানে এমনটাই বলছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।
তিনি বলেন “আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। এখন এটা নিয়ে অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কেউ কেউ প্রশ্ন করেন আমি এতদিন কোথায় ছিলাম? আমি সেসকল ব্যক্তিদের সমালোচনার জবাব কাজের মাধ্যমে দিতে চাই। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের জোয়ারে তাদের জবাব দেবে।”
বুধবার (২ জুলাই) বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের জামিআ মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার উদ্যোগে জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য এসব বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার ১৫/১৬ বছরের অনুপস্থিতি নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারা নিজেরাই জানেন আমি কোথায় ছিলাম। কেউ কেউ আমার ছবি খুঁজে বের করার চেষ্টা করছেন, যদি কোথাও শামীম ওসমান বা সেলিম ওসমানের পাশে থাকা কিছু ছবি দেখা যায়। এসব অপপ্রচার করে আমাকে খাটো কিংবা দাবিয়ে রাখা যাবে না। রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে। শুধু মঞ্চে বসে পরের সমালোচনা করে রাজনীতি হয় না।
'রাজনীতি করার যোগ্যতা তাদেরই আছে যাদের আদর্শ, সততা ও নৈতিকতা আছে। আমরা ভুলে যাইনি, কিছু নেতা রাতারাতি ফ্ল্যাট, বাড়ি গাড়ি কিনেছেন তাদের মুখোশ উন্মোচন হবেই, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার।
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য জনপ্রতিনিধি হওয়া নয়,বরং মানুষের সেবা করা। আমাকে কারো প্রতিযোগী ভাববেন না। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, দল যদি আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেয়, আমি কাজ করব। আর যদি অন্য কাউকে দেয়, আমি তার পেছনে থেকেই কাজ করব। এটা আমার ওয়াদা।
জামিআা মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন,আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.