স্টাফ করেসপন্ডেন্ট।।
সড়ক দুর্ঘটনা রোধে এবং চালকদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে সকল বাস ও ট্রাক ড্রাইভারদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুতই শুরু হতে হচ্ছে। এছাড়াও দুর্ঘটনার পরে দায়ী চালকদের দ্রুত শনাক্ত করতে ড্রাইভারদের জন্য আলাদা ডাটাবেজ তৈরি হচ্ছে। অতি দ্রুতই জেলার সকল বাস ড্রাইভার ও হেল্পারদের জন্য আলাদা আলাদা ধরনে পোশাকও হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে আয়োজিত সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক বিশেষ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার এক গুচ্ছ পরিকল্পনার কথা আলোচনা সভায় সকলকে জানান।
ডিসি বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জেলার পরিবহন ব্যবস্থারও আধুনিকায়ন ও পরিবর্তন আনতে হবে। যাত্রী পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে পরিবহন মালিক ও শ্রমিকদের এগিয়ে আসারও জন্য আহ্বান জানান জেলা প্রশাসক(ডিসি)।
নারায়ণগঞ্জ জেলা দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা এবং আন্তঃজেলা পরিবহনের গুরুত্বর্পূণ কেন্দ্র এটি। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই জেলার ওপর দিয়ে যাতায়াত করেন। গত ঈদুল আজহার সময়ে অতীতের চেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনা বেশি হয়েছে। সেই প্রেক্ষাপটেই সড়কে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আজকের এই বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে জেেলা প্রশাসন।
তিনি আরও জানান,ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্সই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারন উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, বেশিরভাগ দুর্ঘটনার পরে অপরাধী শনাক্তে কঠিন হয়ে পরে। কারন হিসেবে চালকদের পর্যাপ্ত তথ্য না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় পড়তে হয়। এই জন্যই এ জেলার সকল ড্রাইভারদের তথ্যভত্তিকি ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, গণপরিবহনে ড্রাইভার নিয়োগের সময় ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভারের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং মাদকাসক্ত নিরুপনের জন্য ডোপটেষ্ট পরীক্ষাও দরকার।
তিনি পরিবহন মালিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার মহা মূল্যবান গাড়িটির নিরাপত্তার জন্য হলেও নিয়োগপত্র অতীব গুরুত্বপূর্ণ ও জরুরী দরকার। এতে করে একজন ড্রাইভারের সামাজিক মর্যাদাও বাড়বে নিয়োগপত্র থাকলে।
একজন ড্রাইভার জানেন না তার চালানো গাড়িটি আগামীকাল তিনিই চালানোর সুযোগ পাবেন কি না? অথচ গাড়িটি চালাতে চালাতে সেই গাড়ির প্রতি এক ধরনের মায়াও সৃষ্টি হয় চালকের। এ জন্যই ড্রাইভারদের বাধ্যতামূলক নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করছি। চালকদের অতিরিক্ত কর্মঘণ্টার কারণে চালকদের ক্লান্তিও দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ডিসি বলেন, চালকদের নির্ধারিত কর্মঘণ্টা ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা দরকার। কোনো কোনো সময় চালকদের অনুপস্থিতির সুযোগে হেল্পারদের দিয়ে গাড়ি চালানো বন্ধে আইন প্রয়োগ, চালক ও হেল্পারদের জন্য পৃথক পোশাক ও পরিচয়পত্র চালুর প্রস্তাব দেন ডিসি।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন জেলার সকল চালকদরে নামমাত্র খরচে নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নারায়গঞ্জ জেলায় এ ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়, বিআরটিএ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.