জমকালো অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনা..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের অন্যতম প্রেস্টিজিয়াস ও ঐতিহ্যবাহী সংগঠন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন গতকাল ২৩ জুন সন্ধ্যায় নগরীর নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের ২০২৪-২০২৫ রোটারি বছরের বর্ষ সমাপ্তি সভা ও অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি সম্পন্ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম. জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ, অভিজ্ঞ রোটারিয়ান, ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ।
সভার শুরুতে জাতীয় সংগীত ও রোটারি থিম সং পরিবেশন করা হয়। এরপর ক্লাবের পক্ষ থেকে বছরের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়—যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা, মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তি, মতো নানা জনকল্যাণমূলক উদ্যোগ।
অনুষ্ঠানে ক্লাবের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে “১০০% অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ড”, “বেস্ট প্রজেক্ট ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড”, “ইনোভেটিভ লিডারশিপ অ্যাওয়ার্ড” ও “রাইজিং রোটারিয়ান অ্যাওয়ার্ড” অন্যতম। ক্লাবের বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ সিনিয়র রোটারিয়ানরা। তাঁরা রোটারিয়ান চেতনা ও সার্ভিস অ্যাবাভ সেলফ মন্ত্রে উজ্জীবিত থেকে সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজনটি এক গ্র্যান্ড ডিনারের মাধ্যমে শেষ হয়।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন আগামী রোটারি বর্ষে আরও উদ্ভাবনী ও বৃহৎ পরিসরের প্রজেক্ট হাতে নেওয়ার ঘোষণা দেয়, যা নগরবাসীর প্রত্যক্ষ কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.