প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৩:০০ এ.এম
মৌলভীবাজারে রামনবমী উদযাপন পরিষদের কমিটি গঠন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী মহোৎসব উদযাপন উপলক্ষে মৌলভীবাজার শহরে গঠন করা হল "রামনবমী উদযাপন পরিষদ"
শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শহরের সৈয়ারপুরে
শ্রী রাম নবমী মহোৎসব ২০২৫ সালের পুর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতিতে আংশিক ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে তা ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ২০২৪ সালের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক।
নবগঠিত পরিষদের সভাপতি শ্রী রাজীব কৈরি, সাধারণ সম্পাদক শ্রী দিপলু পাল দ্বীপ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী আদিত্য পাল আদি'কে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর ২০২৪-২৫ খ্রিষ্টাব্দের সভাপতি শ্রী বিজয় সরকার, সাধারণ সম্পাদক শ্রী সাগর দাশ ও সাংগঠনিক সম্পাদক শ্রী শান্ত পালের স্বাক্ষরিত রাম নবমীর প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ২০২৪ সালে শুরু থেকে শহরে রাম নবমী উদযাপন শুরু হয় ও ২০২৫ সালে
শ্রী বিজয় সরকার সভাপতি ও শ্রী সাগর দাশ সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন,সাবেক সাধারণ সম্পাদক সাগর দাশ, বলেন, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে
সাত্ত্বিকতার সাথে বৃহৎ পরিসরে আয়োজন করার প্রভু শ্রী রাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি শ্রীরাম নবমী মহোৎসব এর, এতে হাজার হাজার রাম ভক্তদের উপস্থিতি দেখা যায়, ২৪ ঘন্টাই অনুষ্ঠান ছিলো সাত্ত্বিক ভাবে,হয় নি কোনো ডিজে ও তামসিক অনুষ্ঠান, আমাদের কমিটির নিয়ম অনুযায়ী প্রতিবছরই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং সিদ্ধান্ত হয় একবারের বেশি কেউ সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করতে পারবেন না।
এই দ্বারা অব্যাহত রাখার শর্তে
মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ ২০২৫- ২৬ খ্রিষ্টাব্দ এর অনুমোদন দেওয়া হয়।
আগামীতে আরোও সুন্দর ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে শ্রী রাম নবমী মহোৎসব উদযাপন এর জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
তিনি আরো বলেন,আমাদের রাম নবমী উদযাপন পরিষদ এর পাশাপাশি এবার প্রথম বারের মতো ১১ সদস্য বিশিষ্ট হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ এর অনুমোদন দেওয়া হয়। শ্রী রাজীব সূত্রধর'কে সভাপতি, শ্রী মঞ্জু সরকার'কে সাধারণ সম্পাদক ও শ্রী গোবিন্দ বৈদ্য'কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় আমরা আশা করি আগামীতে শ্রী রাম নবমী মহোৎসব ও হনুমান জয়ন্তী শতভাগ সাত্ত্বিকতার সাথে মৌলভীবাজারে রাম নবমী ও অন্যান্য পূজা উদযাপন করা হবে বলে আশা ব্যক্ত করেন
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.