বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাস্থ কাইতাখালী পশুর হাটের সম্মুখে শীতলক্ষ্যা নদীতে অস্ত্রের মুখে জিম্মি করে, জোর করে টলার থেকে গরু নামানোর ঘটনা ভিডিও ধারন করায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সোমবার(২ জুন) দুপুর আনুমানিক ২টায় নারায়ণগঞ্জ বন্দরের শীতলক্ষা নদীতে অস্ত্রের মুখে গরু নামানোর ভিডিও চিত্র ধারণ করতে যাওয়া কয়েক সাংবাদিকদের উপর কথিত ইজারদার সন্ত্রাসীরা হামলা চালায়।
ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ ২৪নং ওয়ার্ড কাইতাখালী পশুর হাটে আজমেরি ওসমানের ক্যাডার সহ বহু লোকজন মিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর দূর্ধর্ষ হামলা চালায়। এতে গুরুতর আহত দুই সাংবাদিক।
দেশের প্রায় অনেক স্থানে এমন নির্যাতন হামলার শিকার হলে এটি একটি বিরল ঘটনা, ঠিক তেমনি সোমবার(২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীতে সন্ত্রাসী হামলার শিকার হন কয়েকজন সংবাদকর্মী। এসময় আহত সংবাদকর্মীদের উদ্ধার করে স্থানীয় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় আহত সাংবাদিকদের কাছে জানা যায়, নির্মমভাবে সন্ত্রাসীরা তাদেরকে আক্রমণ করে আহত করেছে।
হামলাকারীরা তাদেরকে দড়ি দিয়ে বেধে উপর্যপরি মারধর করে এসময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ফোন আনুষঙ্গিক সরঞ্জাম রেখে দেয়।
এ ঘটনার বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী সংবাদকর্মী।
এঘটনায় পরের দিন মঙ্গলবার(৩ জুন) বেলা বারোটায় , জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার সহ বিচারের দাবিতে মানববন্ধন করেন নারায়ণগঞ্জ সদরউপজেলা প্রেসক্লাবসহ তার সংককর্মী সাংবাদিক বৃন্দ।
মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নাবিলা শারমিন, সিনিয়র সভাপতি কবির হোসেন বাবু, সাধারণ সম্পাদক জিহাদ হোসেনসহ অন্যান্য সংবাদকর্মীগন পুলিশ সুপারের(এসপি) ঘটনার বিবরন তুলে ধরাসহ অভিযোগ পত্র তুলে দেন।পাশাপাশি এহামলার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানান।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.