বিশেষ প্রতিনিধি।।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর-রহমান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আমন্ত্রণে নারায়ণগঞ্জ পরিদর্শনে এসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ জুন) দিনব্যাপী এ সফরে তার সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক(ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিনিয়র সচিবকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরিদর্শনের অংশ হিসেবে সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সিনিয়র সচিব জেলার ঐতিহাসিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শন করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। এরপরে তিনি নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে গোলাপী ট্রাম্পেট গাছের চারা রোপণ করেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণের কার্যক্রম চলমান বিষয়ে তাকে অবহিত করলে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবা উন্নয়নে জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং এ সকল কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে উদ্ভুদ্ধ করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.