বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সদর উপজেলার আয়োজন বোয়েসেলের বিদেশে প্রেরণের চাকুরী মেলা অনুষ্ঠিত হয়ে গেলো।
এ জব মেলা থেকে দক্ষ মহিলা গার্মেন্ট শ্রমিকদের সরকারিভাবে জর্ডানে যেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ উদ্যোগে অনুষ্ঠিত জব ফেয়ারের মাধ্যমে দক্ষ নারী শ্রমিক যাচাই-বাছাই করা হয়েছে।
শনিবার (৩১ মে) ফতুল্লাস্থ জালকুড়ি এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ নারী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাতিত্বে জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শওকত আলী।
এ জব ফেয়ারে ১৫জন নারী শ্রমিক পরীক্ষায় অংশগ্রহণ করে পরিক্ষা দিলেও তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৭ জনকে বাছাই করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
তিনি বলেন, যে ৭ জন নারী শ্রমিককে জর্ডানের প্রতিনিধি দল বাছাই করেছে তাদেরকে দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তীতে দক্ষতার ভিত্তিতে চূড়ান্তভাবে কতজন নারী শ্রমিক সুযোগ পাবে সেটা পর্যাক্রমে জানিয়ে দেয়া হবে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.