বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় সাবেক নাসিক কাউন্সিলর ও দুই পুত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) সকালে গাজীপুরের টঙ্গি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকার (৬০), তার দুই ছেলে জুনায়েদ (২৬) ও ফারদিন (২২) এবং হান্নানের অনুসারী বাবু ওরফে জুয়াড়ি বাবু (৪০)।
এ আটকের ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত আব্দুস কুদ্দুস হত্যা মামলায় হান্নান সরকার ও অপর তিনজন এজাহারনামীয় আসামি।
তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।এই নিয়ে জোড়া হত্যা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে হয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২১ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে একরাতে বন্দরে দু’জন প্রাণ হারায়।
ওই সংঘর্ষে নিহতরা হলেন, হাফেজীবাগ এলাকার প্রয়াত সাদেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৭০) এবং পাশের শাহী মসজিদ এলাকার প্রয়াত আব্দুল জলিল মুন্সির ছেলে মেহেদী হাসান (৪২)।
নিহত কুদ্দুস মূলত পেশায় একজন রাজমিস্ত্রি এবং মেহেদী হচ্ছে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এ জোড়া হত্যাকান্ডের ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নাসিক সাবেক দুই কাউন্সিলরকে আসামি করা হয়েছে।
অপরদিকে দিনমজুর আব্দুল কুদ্দুস (৬০) হত্যার ঘটনায় তার মেয়ে রোকসানা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে দায়ের করেন। তার ভাই নিহত বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) খুনের অভিযোগে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।এ মামলায় ৪নং আসামি করা হয়েছে নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মিয়াকে।
দুটি মামলার এজাহারে বলা হয়েছে, বন্দর রেললাইন, হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য বিস্তার, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও বাবু শিকদারের পক্ষের লোকজনের সঙ্গে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার পক্ষের জাফর-রনিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
পূর্ব শত্রুতার জেরেই শুক্রবার বন্দর রেললাইন এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরদিন শনিবার রাতে মেহেদী ও কুদ্দুস খুন হশ বলে উভয়ের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুটি মামলাতেই সাবেক দুই কাউন্সিলরকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে।
মামলা দুটিতে সাবেক আরেক কাউন্সিলর আবুল কাউসার আশার পক্ষের দ্বন্দ্বে হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে উল্লেখ থাকলেও তাকে আসামী করা হয়নি।তবে আশার পক্ষের দুজন রনি ও জাফরকে, মেহেদী হত্যা মামলায় আসামি করা হয়েছে। অন্যদিকে কুদ্দুস হত্যা মামলায় বাবু শিকদার, শ্যামল ও বাবু ওরফে জুয়াড়ি বাবুকে আসামী করা হয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.