বিশেষ প্রতিনিধি।
‘প্রাচ্যের ঐতিহাসিক ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জ জেলার হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে এ জেলার প্রবেশমূখে মনোরমভাবে নির্মিত হবে 'গেট অব ড্যান্ডি'। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এ প্রস্তাবের বিষয়ে বলেন, 'প্রাচীনকাল থেকেই পাটশিল্পসহ নানা শিল্প-উদ্যোগের জন্য নারায়ণগঞ্জ সারা বিশ্বে ‘প্রাচ্যের ড্যান্ডি’ নামে সুপরিচিত ছিল। সময়ের ব্যবধানে এই খ্যাতি অনেকটাই ম্লান হয়ে গেছে।
আমি এই জেলায় দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এ গৌরব ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েই সামনে এগোচ্ছি।
তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে আজকের সভায় ‘গেট অব ড্যান্ডি’ নির্মাণের প্রস্তাব দিয়েছি। সবাই একমত পোষণ কের প্রস্তাবটি সম্মতি পূর্বক অনুমোদন দিয়েছেন। গেটটি হবে অত্যাধুনিক স্থাপত্যশৈলীর একটি নিদর্শন, যা জেলার প্রবেশমূখেই থাকবে এবং আমাদের ঐতিহ্য ও গর্বকে প্রতিফলিত করবে স্থাপত্য শৈলীর মাধ্যমে।
এ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটি গেট নির্মাণ সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন।
নারায়ণগঞ্জ জেলার দায়িত্বরত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “জেলা প্রশাসকের এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। নারায়ণগঞ্জের ঐতিহ্যের ধারক বাহক প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিতি যেন কেবল মুখে মুখেই সীমাবদ্ধ না থাকে, সে জন্য প্রবেশমূখে দৃষ্টিনন্দন এই গেট নির্মাণ করা হবে।
এতে করে কেউ নারায়ণগঞ্জে প্রবেশ করলেই বুঝতে পারবে এটি একটি শিল্প ও ঐতিহ্যের জেলা।
তিনি আরও বলেন, আমরা যারা এখানে কর্মরত, সবাই চাই জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে সর্বাগ্রে তুলে ধরতে। ‘গেট অব ড্যান্ডি’ সেই প্রচেষ্টা এবং স্থাপত্য শৈলীর একটি ধারক বাহক এবং প্রতীক হবে। এই প্রত্যাশা সকলের।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.