প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৬:৩৩ পি.এম
না’গঞ্জ দর্জিশ্রমিক দলের খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে অতিথিদের মাথায়!

বিশেষ প্রতিনিধি,আল মামুন খান।।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক এর সভাপতিত্বে এবং মহানগর দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূর ইসলাম এর আয়োজনে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় রহমতুল্লাহ মুসলিম ইনিস্টিউট শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে রবিবার ১লা জুন বেলা ১২টার সময় মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ অনুষ্ঠান স্থলের ছাদের প্যান্ডলের বাঁশ ও ত্রিপল ভেঙে পড়ে আমন্ত্রিত অতিথি, নেতাকর্মী ও সাংবাদিকদের মাথার উপর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির নেতা কর্মী সমর্থকদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে ভেঙে পরা প্যান্ডেলের নিচ থেকে একে একে বেরিয়ে নিরাপদ স্থানে যান অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা তারুণ্যের অহংকার জাকির খানের। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তার অবর্তমানে সেই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর সবুর খান সেন্টু।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ মহানগর বিএনপি, শ্রমিক দল ও দর্জি শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মহানগর বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকদের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সমালোচনা করে মন্তব্য করছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর বক্তব্যের 'স্মার্ট বাংলাদেশ' অনুরূপ এখন 'স্মার্ট নারায়ণগঞ্জ' দেখতে পাওয়া গিয়েছে আজ দর্জি শ্রমিক দলের কর্মসূচিতে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.